Bengali

ঢাকা টু বরিশাল লঞ্চের সময়সূচী, ভাড়া, টিকেট বুকিং কাউন্টার নাম্বার ২০২৩

আপনারা যারা ঢাকা থেকে বরিশাল যেতে চান তাহলে আপনারা লঞ্চের মাধ্যমে যেতে পারেন। লঞ্চের মাধ্যমে ভ্রমন করতে অনেকে পছন্দ করে থাকে। নৌপথে ভ্রমনে মত আরো সুন্দর আর কোন ভ্রমনে হতে পারে না। সব কিছু মিলে বেশ আনন্দ পূর্ন ভ্রমন দিয়ে থাকে এই লঞ্চ। তবে লঞ্চে ভ্রমনের আগে এর সব বিষয় সর্ম্পকে জানতে হবে। প্রতিনিয়তই অনেক মানুষ যাতায়াত করছে ঢাকা থেকে বরিশালে। আর বেশির ভাগ মানুষই এই লঞ্চকে বেছে নিচ্ছে।

শুধু ঢাকা থেকে বরিশাল নয় বরিশাল থেকে অনেকে ঢাকায় আসতেছে এই লঞ্চের মাধ্যমে। অন্যান্য পরিবহনের তুলনায় অনেক আরামদায়ক ভ্রমন হলো এই লঞ্চ। অন্যান্য যানবাহনে যেমন যানজট ও সড়ক দুর্ঘটনার ভয় থাকে তেমনি লঞ্চে তার কোন অংশ থাকে না। তবে সড়ক দুর্ঘটনা থেকে অনেক দুর্ঘটনা হয় এই লঞ্চের মাধ্যমে। যাই হউক না কেন সব মিলিয়ে অনেক ভালো যার্নি এই লঞ্চ।

ঢাকা থেকে বরিশাল লঞ্চের সময়সূচী

লঞ্চ বাংলাদেশের জনপ্রিয় একটি ভ্রমন মাধ্যম। আরামদায়ক এই ভ্রমন সব বয়ষের মানুষই পছন্দ করে থাকে। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে দক্ষিন বঙ্গের সকল যাত্রীদের কাছে  এই লঞ্চ যার্নিটা অনেক ভালো যার্নি। রাজধানী ঢাকা থেকে বরিশালে বেশ কিছু লঞ্চ যাতায়াত করে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কর্নূফুলি কম্পানির লঞ্চ গুলো। তাছাড়া বেশ কিছু লঞ্চ এই রুটে চলাচল করে। আপনাদেরকে শুধু জানতে হবে কোন লঞ্চ কোন কোন সময়ে ছাড়ে।

লঞ্চের সঠিক সময় না জানলে লঞ্চ মিস হয়ে যাবে এবং ভ্রমনটা নষ্ট হয়ে যাবে। অন্যান্য যানবাহনের তুলনায় এই নৌপথের লঞ্চ গুলো নিয়ম নিয়ে ছারে। তাই আপনি যদি ঢাকা থেকে বরিশাল লঞ্চের মাধ্যমে যেতে চান তাহলে আপনাকে এর সময়সূচী সর্ম্পকে জানতে হবে। আপনার যাত্রায় তাড়াহুড়া করার কোন অবকাশ নেই। সময় জানা থাকলে নির্দিষ্ট সময়ে মধ্যে আপনারা উপস্থিত হতে পারেন। সে ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সময় সর্ম্পকে জানতে হবে।

লঞ্চের নাম সময়সূচি যোগাযোগের নম্বর
এমভি পারাবত-২ 8:15 PM 01821-239324
এমভি পারাবত-7 8:30 PM 01821-239324
এমভি পারাবত-9 8:45 PM 01821-239324
এমভি পারাবত-11 রাত 9 ঃ 00 টা 01821-239324
এমভি সুন্দরবন-৭ রাত 9 ঃ 00 টা 01821-239324
এমভি সুন্দরবন-৮ 8:30 PM 01821-239324
এমভি কামাল খান-১ 8:45 PM 01821-239324
এমভি সুরভী-7 রাত 9 ঃ 00 টা 01821-239324
এমভি সুরভী-8 8:45 PM 01821-239324
মানামি 8:45 PM 01821-239324

ঢাকা থেকে বরিশাল  লঞ্চের ভাড়া

প্রতিদিন অসংখ্য মানুষ এই নৌপথে যাতায়াত করে থাকে। নদীপথে গন্তব্যে পৌঁছাতে অনেক সাচ্ছন্দ্য বোধ করে। বিশেষ করে ঢাকা থেকে বরিশালে যেতে গেলে নদী পথের বিকল্প কোন কিছু নেই। এই জলপথে চলাচলে এই লঞ্চ গুলোর সব তথ্য জেনে রাখা দরকার। বিশেষ করে এই লঞ্চ গুলোর ভাড়ার বিষয়টা খেয়াল রাখতে হবে। অনেক নতুন যাত্রী আছে যারা এই নদী পথের লঞ্চের ভাড়া এবং বাকি সব বিষয় গুলো জানে না। তাদেরকে অবশ্যই সব বিষয় জেনে নিতে হবে।

০১. ক্লাস ভাড়া
০২. ডেক 200 – 250 টাকা।
০৩. সোফা 600 টাকা
০৪. একক কেবিন 1000 টাকা
০৫. ডাবল কেবিন 1800 টাকা
০৬. ফ্যামিলি কেবিন 2500 টাকা
০৭. সেমি ভিআইপি 3000 টাকা
০৮. ভিআইপি 5000 টাকা

লঞ্চের মাঝেও কেবিনের ব্যবস্থা আছে। আপনারা চাইলে আপনাদের সামর্থ্য অনুযায়ী যে কোন ভাবে যেতে পারেন। সেকারনে আপনাদেরকে এর ভাড়া সর্ম্পকে ধারনা রাখতে হবে। ভাড়া সর্ম্পকে জানলে আপনারা অনলাইনের মাধ্যমেও টিকিট বুকিং করতে পারেন। অনেক সময় দেখা যায় যে কাউন্টারে গিয়ে টিকিট ক্রয় করার সময় বা আগেই লঞ্চ ছেড়ে দেয় । সে ক্ষেত্রে সঠিক সময়ে গন্তব্য স্থানে পৌঁছানো যায় না। তাই আগে থেকে টিকিট ক্রয় করলে এই সব সমস্যা হবে না। আর ঠিক সে কারনে ভাড়া সর্ম্পকে জানতে হবে।

পরিশেষে,আমরা আপনাদেরকে প্রয়োজনীয় সব তথ্য জানানোর চেষ্টা করলাম। আর কোন বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button