Bengali

ঢাকা থেকে বরগুনা লঞ্চের সময়সূচী, ভাড়া, টিকেট বুকিং কাউন্টার নাম্বার ২০২৩

প্রতিদিন হাজার হাজার মানুষ ঢাকা টু বরগুনা চলাচল করছে। আর এই রুটেভ্রমনের জন্য অন্যতম মাধ্যম হলো লঞ্চ। তাই আপনাদের সুবিধার্থে আমাদের এই আলোচনা। এখান থেকে আপনারা লঞ্চের সময়,ভাড়া, কাউন্টার নাম্বার সহ আরও অনেক বিষয় জানতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে আমাদের সাথেই থাকদেত হবে। এবং আমাদের এই বিষয় গুলো জানার জন্য পড়তে হবে। ঢাকা থেকে বরগুনার দুরুত্ব প্রায় ২৫০ কিলোমিটার।

আর আপনারা যেহেতু নদী পথে যাতায়াত করবেন সেহেতু আপনাদেরকে কিছুটা হলেও অগ্রসর হতে হবে। বিভিন্ন ভাবে বা মাধ্যমে এই ঢাকা থেকে বরগুনা যাওয়া আসা করা যায়। কিন্তু সবচেয়ে সুন্দর ও আরামদায়ক যার্নি হলো এই লঞ্চ যার্নি। বিলাস বহুল ভাবে যেতে গেলে আপনদেরকে লঞ্চ এর মাধ্যম বেছে নিতে হবে। ঢাকা থেকে বরগুনা যাওয়ার জন্য আপনারা বিভিন্ন কম্পানির লঞ্চ পেয়ে যাবেন। আপনারা আপনাদের পছন্দ মত লঞ্চের মাধ্যমে যেতে পারেন।

ঢাকা থেকে বরগুনা লঞ্চের সময়সূচী-২০২৩

ঢাকা থেকে সারাদিনি লঞ্চ যাতায়াত করতে থাকে । আপনি আপনার পছন্দ মত যে কোন কম্পানির লঞ্চের মাধ্যমে ঢাকা থেকে বরগুনা যেতে পারেন। সেক্ষেত্রে আপনাকে লঞ্চের সময় জানতে হবে।একেক সময় একেক কম্পানির লঞ্চ চলাচল করে। এখন আপনি যে লঞ্চে করে যাবেন সে লঞ্চের সময় জানতে হবে। তাহলে আপনি সুন্দর ভাবে যার্নি করতে পারবেন।

আপনি যেখানেই যার্নি করেন না কেন আপনাকে অবশ্যই সময়ে ৩০ মিনিট পূর্বে সেখান পৌঁছাতে হবে তাহলে আপনি আপনার মালামাল সহ অন্য সব কিছু সুন্দর ভাবে গুছায় নিতে পারবেন। আর আপনি যদি সঠিক সময় না জানেন তাহলে আপনি সঠিক সময়ে সেখানে যেতে পারবেন না। আর আপনার যার্নিটাও সুন্দর হবে না। এজন্য আপনি যে লঞ্চে করে ভ্রমন করবেন সে লঞ্চের সময়সূচী জেনে নিবেন।

এম. ভি. যুবরাজ – ৪
পরিচালনায়ঃ মেসার্স মিতা ওয়াটার ট্রান্সপোর্ট কোং
রুটঃ ঢাকা-বরিশাল- বরগুনা
যোগাযোগঃ ০১৭২৭-৬৬৯৯৬০

ঢাকা থেকে বরগুনা লঞ্চের ভাড়া-২০২৩

ঢাকা টু বরগুনা রুটে চলাচল করার জন্য আপনি বিভন্ন কোয়ালিটির টিকিটপারপাস পেয়ে যাবেন। আপনি আপনার পছন্দ অনুযায়ী টিকিট ক্রয় করে ভ্রমন করতে পারেন। আপনি চাইলে সাধারন ভাবে যেতে পারেন। আবার যদি আপনি চান যে আপনি বিলাসবহুল ভাবে যাবেন তাহলে সেটারও ব্যবস্থা আছে। এখানে সিঙ্গেল ডাবল দুই ধরনেরও কেবিন আছে। যেটাতে করে আপনি ভ্রমন করতে চান পারবেন।

ঠিক সে জন্য আপনাকে এর ভাড়া সর্ম্পকে জানতে হবে। ভাড়া জানলে আপনি যেখানেই থাকেন না কেন সেখান থেকেই টিকিট ক্রয় করতে পারবেন এবং সুন্দর যার্নি করতে পারবেন। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে লঞ্চ টার্মিনালে গিয়েও টিকিট পাওয়া যায় না। সেক্ষেত্রে ঘড়ে বসেই টিকিট কিনতে হয়। আর আপনি যিদি টিকিটের সঠিক ভাড়া কত সেটায় না জানেন তাহলে টিকিট ক্রয় করতে পারবেন না। তাই যেমন সময় সর্ম্পকে জানতে হয় ঠিক তেমনি ভাড়া সর্ম্পকেও জানতে হয়। তা নাহলে যার্নি টা সুন্দর হয়ে উঠে না।

পরিশেষে, আপনার যার্নি শুভ হউক এই কামনায় করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button