চিত্রা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ভাড়া, ছুটি, স্টপ স্টেশন তালিকা ২০২৩
চিত্রা এক্সপ্রেস বাংলাদেশের একটি আন্ত:নগর ট্রেন। এই ট্রেনটি ঢাকা থেকে খুলনা রুটে চলাচল করে।আপনারা যারা ঢাকা থেকে খুলনা নিয়মিত যাতায়াত করে থাকেন তারা সব সময় এই চিত্রা এক্সপ্রেস ট্রেনটিকে বেছে নেয়। এই ট্রেনটির মাধ্যমে আপনারা অনায়াসে যাতায়াত করতে পারেন। এই ট্রেনে করে প্রায় সকল স্তরের মানুষ খুব অল্প ব্যায়ে যাওয়া আসা করতে পারে। তাই প্রায় অনেকেই এই চিত্রা এক্সপ্রেস ট্রেনটিকে বেছে নেয়।
এই চিত্রা এক্সপ্রেস ট্রেনটি খুব দ্রুত ঢাকা থেকে খুলনা পৌঁছায় দেয়। এই ট্রেনটির মধ্যে বিলাস বহুল ব্যবস্থা রয়েছে। আপনারা যারা নিয়মিত এই ট্রেনের মাধ্যমে যাতায়াত করে থাকেন তারা অবশ্যই এই ট্রেন সর্ম্পকে জানেন। এই ট্রেনটির সার্ভিস ব্যবস্থা অনেক ভালো। তাই যাতায়াতের জন্য এই ট্রেনটি গুরুত্বপূর্ন ভুমিকা রাখে।
চিত্রা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
আপনারা যারা নিয়মিত ট্রেনে যাতায়াত করেন তারা অবশ্যই ট্রেন সর্ম্পকে জানেন। ট্রেন যার্নি অত্যন্ত আরামদায়ক ও নিরাপদ একটি যার্নি। আর সে জন্য ট্রেন যার্নিটাকে সবায় বেছে নেয়। চিত্রা এক্সপ্রেস ট্রেনটির অনেক রকমের সুযোগ সুবিধা ব্যবস্থা রয়েছে। এই ট্রেনে নামাজের ব্যবস্থা রয়েছে। ট্রেনে খাবারের ব্যবস্থা রয়েছে। একবার যার্নির শেষে এই পুরো ট্রেনটিকে পরিষ্কার করা হয়।
আর সে জন্য ট্রেনের সময় সূচী জানাটা দরকার। বাংলাদেশের অধিকাংশ মানুষ কাজের তাগিদে বা ঘোরার জন্য এক যায়গা থেকে অন্য যায়গায় যায়। আর সেই ভ্রমনটাকে আরো সুন্দর করে তোলার জন্য ট্রেনের ভুমিকা অতুলনীয়। সেই ট্রেনে ভ্রমন করতে হলে ট্রেনের বাকি বিষয় সহ সময় সর্ম্পকে জানতে হবে। যদি আপনারা তা না জানেন তাহলে অনেক ভোগান্তিতে ভুগতেহবে। আপনি কোন ট্রেনে ভ্রমন করবেন সেই ট্রেনের সময় সর্ম্পকে ধারনা নিতে হবে। বাংলাদেশের অধিকাংশ মানুষ এই ট্রেনে করে নানান যায়গায় ভ্রমন করে।
বিরতি স্টেশন নাম | খুলনা থেকে (৭৬৩) | ঢাকা থেকে (৭৬৪) |
নওয়াপাড়া | ০৯ঃ৩১ | ০২ঃ৫২ |
যশোর | ১০ঃ০২ | ০২ঃ২০ |
মোবারকগঞ্জ | ১০ঃ৪৭ | — |
কোটচাদপুর | ১১ঃ০০ | ০১ঃ৪১ |
দর্শনা হাট | ১১ঃ২৫ | — |
চুয়াডাঙ্গা | ১১ঃ৪৬ | ০০ঃ৫৫ |
আলমডাঙ্গা | ১২ঃ০৭ | ০০ঃ৩৫ |
পোড়াদহ | ১২ঃ২৪ | ০০ঃ১৬ |
মিরপুর | ১২ঃ৩৭ | — |
ভেড়ামারা | ১২ঃ৪৯ | ২৩ঃ৫৫ |
ঈশ্বরদী | ১৩ঃ১৫ | ২৩ঃ১৫ |
চাট্মোহর | ১৩ঃ৪৮ | ২২ঃ৪৪ |
বড়াল্ব্রীজ | ১৪ঃ০৯ | ২২ঃ২৯ |
উল্লাপাড়া | ১৪ঃ৩০ | ২২ঃ০৯ |
শ,এম,ম,আলী | ১৪ঃ৪৯ | ২১ঃ৫১ |
বঙ্গবন্ধু সেতু পূর্ব | ১৫ঃ৪৫ | ২১ঃ১৫ |
বিমানবন্দর | ১৭ঃ২২ | ১৯ঃ২৭ |
চিত্রা এক্সপ্রেস ট্রেনের ভাড়া
আপনি যদি এই চিত্রা এক্সপ্রেস ট্রেনে করে যাতায়াত করতে চান তাহলে আপনাকে এর সঠিক ভাড়া জানতে হবে। একটি ট্রেনের ভেতরে বিভিন্ন ধরনের আসনের ব্যবস্থা রয়েছে। তাই বিভিন্ন রকম আসনের বিভিন্ন রকম দামের হয়ে থাকে। সেজন্য ট্রেনে ভ্রমন করতে হলে ট্রেনের টিকিটের মূল্য সর্ম্পকে ধারনা থাকা দরকার। বর্তমান আধুনিকতার যুগ। এই যুগে মানুষ অনেকটা এগিয়ে আছে।
এখন মানুষ ঘড়ে বসেই টিকিট ক্রয় করতে পারেন। আর টিকিটের সঠিক মূল্য না জানলে আপনি এই টিকিট ক্রয় করতে পারবেন না। তাই আপনাকে ট্রেনের টিকিটের সঠিক মূল্য জানতে হবে। এই টিকেট গুলো অনলাইনে কিনতে গেলে ২০ পার্সেন্ট আগে দিতে হবে। সে জন্য আপনাকে ট্রেনের টিকেটেরমূল্য জানতে হবে।
আসন বিভাগ | টিকেটের মূল্য (১৫% ভ্যাট) |
শোভন চেয়ার | ৫০৫ টাকা |
প্রথম সিট | ৬৭০ টাকা |
প্রথম বার্থ | ১০০৫ টাকা |
স্নিগ্ধা | ৮৪০ টাকা |
এসি সিট | ১০০৫ টাকা |
এসি বার্থ | ১৫০৫ টাকা |
পরিশেষে, ট্রেন বিষয়ে সব ধরনের তথ্য তুলে ধরার চেষ্ট করেছি। আরো কোন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে যানাতে ভুলবেননা।