বিছানাকান্দি কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন
বিছানাকান্দি জাফলং ও ভোলাগঞ্জের মতই একটি পাথর কোয়ারী। বিছানাকান্দি সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নে অবস্থিত। বাংলাদেশের মধ্যে ভারত সীমান্তের খাসিয়া পাহাড়ে অনেক গুলো শাখা এস মিলিত হয়েছে এই বিছানাকান্দিতে। মেঘালয় পাহাড়ের সুউচ্চ ঝর্না বিছানাকান্দির প্রাকৃতিকে দিয়েছে অপরুপ মাত্রা। প্রথম বার দেখেই মনে হবে যে এটি একটি পাথরের বিছানা। আর এখানকার এই স্বচ্ছ পানিতে মনে হবে যেন গা মিলিয়ে দেই আর এই দৃশ্য বারেবারে টেনে নিয়ে আসবে এই বিছানাকান্দিতে। এ যেন পাথর,ঝর্না পাহাড় আর নদী মিলিয়ে প্রাকৃতিক মায়াজাল সৃষ্টি করেছে।
বিছানা কান্দিতে আপনারা চাইলে যে কোন সময়ে যেতে পারেন। তবে বর্ষাকাল এখানে যাওয়ার উপযুক্ত সময়। চারদিকে প্রচুর পানি প্রবাহ যেন বিছানা কান্দির রুপ আরও দিগুন করে দেয়। বছরের অন্য সময়ে এখানে পাথর উত্তোলনের কারনে ভ্রমনের জন্য একটু অসুবিধায় হয়।
বিছানাকান্দি কিভাবে যাবেন
আপনি দেশের যেকোন খানে থাকেন না কেন আপনাকে প্রথমে সিলেট জেলাতে আসতেই হবে। তারপর আপনাদেরকে বিছানা কান্দি যেতে হবে। ঢাকা থেকে আপনারা বাস ,ট্রেন কিংবা বিমানে করে যেতে পারেন সিলেটে। বাসে করে যেতে গেলে আপনারা এসি কিংবা নন এসি বাসে করে যেতে পারেন। আবার আপনারা চট্রনের মাধ্যমেও যেতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে কমলাপুর রেলওয়ে স্টেশনে যেতে হবে। আবার আপনারা যদি বিমানের মাধ্যমে যান তাহলে বিমানবন্দরে গিয়ে টিকিট ক্রয় করতে হবে। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী যেতে পারেন।
বিছানাকান্দি কোথায় থাকবেন
বিছানাকান্দি যাওয়া আসা করার সময় কম লাগার কারনে আপনারা সিলেটে থেকে যেতে পারেন। সিলেটে বেশ কয়েকটি হোটেল রয়েছে। আপনারা সেখানে রাত্রী যাপন করতে পারেন। এছাড়া লাল বাজার এলাকায় দরগা রোডে কম টাকার মধ্যে রেস্ট হাউজ পেয়ে যেতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী হোটেলে আপনারা থাকতে পারেন। সিলেটে থাকার জন্য কোন রকমের অসিুবিধা হবে না।
বিছানাকান্দি কি খাবেন
বিছানাকান্দিতে কিছু অস্থায়ী খাবারের হোটেল রয়েছে। সেখান থেকে আপনারা আনলিমিটেড খাবার পেতে পারেন। এখানে আপনাদের পছন্দ মত খাবার পেয়ে যাবেন। প্রয়োজনে আপনারা সাথে কিছু শুকনো খাবার ও পানি নিয়ে নিতে পারেন। হাদার পার গ্রামে আপনি ভুনা খিচুরি খেতে পারেন। এছাড়া সিলেট শহরে বিভিন্ন মানের হোটেল রয়েছে সেখানে খাবার খেতে পারেন। আপনারা আপনাদের চাহিদা মত এখানে সব কিছু পাবেন। এই রেস্টরেন্ট গুলোতে আপনারা আপনাদের পছন্দ মত সব খাবার পাবেন।