Bengali

জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই

জন্ম নিবন্ধন যাচাই:

জন্ম নিবন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট।  কেননা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ও অন্যান্য সুযোগ-সুবিধা জন্ম নিবন্ধনের মাধ্যমে পাওয়া যায়।  এছাড়াও পরবর্তীতে ভোটার আইডি কার্ড করতে হলেও জন্ম নিবন্ধন সনদের প্রয়োজন।  এটি প্রমাণ করে যে আপনি বাংলাদেশের নাগরিক।  বাংলাদেশের সকল নাগরিক জন্ম নিবন্ধন করার সুযোগ পেয়ে থাকে।  এই নিবন্ধনটিতে  ব্যক্তিগত সকল তথ্য উল্লেখ থাকে যেমন: নাম, পিতা ও মাতার নাম, জন্মতারিখ, ঠিকানা ইত্যাদি।

বর্তমানে জন্ম নিবন্ধন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইন করুন করা হয়েছে।  ফলে যে জন্ম নিবন্ধন আবেদন, সংশোধন, যাচাই ইত্যাদি সকল কিছু অনলাইনের মাধ্যমে করতে হয়। এতে করে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে জন্ম নিবন্ধনের জন্য আবেদন, সংশোধন, যাচাই ইত্যাদি করা সম্ভব।

জন্ম নিবন্ধন যাচাই করার  মাধ্যমে খুব সহজে জেনে নেওয়া যায় এটি আসল কি  না, বা এটি অনলাইন কপি কিনা। তবে এটি যাচাই করার জন্য খুব বেশি তথ্যের প্রয়োজন হয় না।  শুধুমাত্র জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ প্রয়োজন জন্ম নিবন্ধন চেক করতে।

জন্ম নিবন্ধন যাচাই করার প্রয়োজনীয়তা:

বিভিন্ন কারণে জন্ম নিবন্ধন যাচাই করার প্রয়োজন পড়ে।  জন্ম নিবন্ধন যাচাই করার জন্য কোন প্রকার ফি প্রদান করতে হয় না।  অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ জানা থাকলে এটি সহজে যাচাই করা যায়।  যে সকল প্রয়োজনে এটি যাচাই করার প্রয়োজন হতে পারে–

জন্ম নিবন্ধন সনদটি আসল কিনা :বর্তমান সময়ে  জন্ম নিবন্ধন সনদ খুব সহজেই নকল করা যায়।  তবে একমাত্র অনলাইনে যাচাই করার মাধ্যমে এটি জানা সম্ভব।  কেননা অনলাইনে জন্ম নিবন্ধনের নকলকপির  ডেটা  খুঁজে পাওয়া যায় না।  তাই জন্ম  নিবন্ধন সনদ আসল নাকি নকল তা জানার জন্য এটি যাচাই করা যেতে পারে।

শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে: শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে অবশ্যই জন্ম নিবন্ধনের প্রয়োজন,এক্ষেত্রেও আসল জন্ম সনদ চেনার জন্য এটিকে যাচাই করে নিতে হয়।

নতুন ভোটার আইডি কার্ড করার ক্ষেত্রে: নতুন ভোটার আইডি কার্ড করার জন্য অবশ্যই একটি ডিজিটাল জন্ম নিবন্ধন সনদের প্রয়োজন।  অনলাইনে জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে এটি যাচাই করার মাধ্যমেই  আপনি নতুন ভোটার আইডি কার্ড করতে পারবেন।

ডিজিটাল জন্ম সনদ কিনা তা জানার জন্য: যে সকল জন্ম নিবন্ধন  সনদ১৭ ডিজিটের  এবং যার  তথ্য অনলাইনে রয়েছে সেগুলো ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ নামে পরিচিত। বর্তমানে জন্ম নিবন্ধনের ডিজিটাল কপি ব্যবহার করা হয়ে থাকে।  জন্ম নিবন্ধন ডিজিটাল কিনাএটি জানার জন্য জন্ম নিবন্ধন যাচাই করা যেতে পারে।

জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই:

শুধুমাত্র জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন  সনদ যাচাই করা সম্ভব নয়।  এর জন্য জন্ম নিবন্ধন রেজিস্ট্রেশন নাম্বার জানা থাকা প্রয়োজন।  এই দুটি তথ্য( জন্ম নিবন্ধন রেজিস্ট্রেশন নাম্বার ও জন্ম তারিখ)  যদি আপনার জানা থাকে তাহলে অনলাইনে মাধ্যমে খুব সহজে যাচাই করে নিতে পারবেন।

জন্ম নিবন্ধন যাচাই:

জন্ম নিবন্ধন যাচাই করার পর সে জন্ম নিবন্ধনের যাচাই কবি বের করা অনেক সহজ।  এজন্য প্রথমে জন্ম নিবন্ধন তথ্য যাচাই করে ফলাফলে চলে আসেন।  ফলাফলে চলে আসার পর Ctrl+p একসাথে চেপে ধরুন । চেপে ধরার সাথে সাথে আপনার সামনে একটি পপ আপ চলে আসবে।  এখন আপনি চাইলে যাচাই কপিটি PDF আকারে সেভ করে নিতে পারবেন অথবা যাচাই কপিটি প্রিন্ট করতে পারবেন।

পরিশেষে বলতে পারি যে জন্ম নিবন্ধনের  তথ্য যাচাই করতে চান তাহলে জন্ম নিবন্ধন সনদের রেজিস্ট্রেশন নাম্বার ও জন্ম তারিখ দিয়ে যাচাই করুন।  এছাড়া আপনার যদি কোন জিজ্ঞাসা থাকে অথবা কোন সমস্যার সম্মুখীন হন এ নিয়ে তাহলে আমাদের সাথে  আপনার মতামত বা এ সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা জানতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button