বিরিশিরি কীভাবে যাবেন, কোথায় থাকবেন, কী খাবেন
বিরিশিরি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় অবস্থিত একটি গ্রাম। বিরিশিরিতে রয়েছে নদ নদী ও পানির হ্রদ যা দেখতে অপরুপ সুন্দর। বিরিশিরি বিজয়পুরের এই চীনামাটির পাহাড় এবং সমভুমি দৈর্ঘ্যে প্রায় ১৬ কিলোমিটার এবং ও প্রস্তে প্রায় ৬০০ মিটার পর্যন্ত বিসতৃত। হ্রদের নীল জ্বলে সমস্ত ক্লন্তি ও অবসাদ দুর হয়ে যায়। হ্রদের এই নীল জ্বলের প্রধান উৎস হচ্ছে এই সমেশ্বরী নদী। এই এখন কয়লা খনি নামে বেশ পরিচিত।
বিরিশিরিতে যা যা দেখবেন
বিরিশিরিতে চীনামাটির পাহাড়, নীল জ্বলের হ্রদ, গির্জা ও কমলা রানীর দিঘি যা ভ্রমনের জন্য সর্বাধিক উপযুক্ত জায়গা। এই সমেশ্বরী নদীটির ধার দিয়ে বিশাল আকারের কাশবন দেখা যায়। এইনদী থেকে দুরে গারো পাহাড় আছে যা দেখার জন্য ভ্রমন পিপাসুদের মন জুড়িয়ে যাবে। বর্ষাকালে এই বিরিশিরি দেখতে অপূর্ব সুন্দর লাগে। বর্ষাকালে এর রুপ এত বেড়ে যায় যা দেখতে অনেক মানুষ এখানে আসে।
বিরিশিরি কীভাবে যাবেন
ঢাকা থেকে মহাখালী বাস টার্মিনাল থেকে আপনারা দুর্গাপুরের বাস পাবেন। এখান থেকে শুধু দুটি বাস যায়। তারপরও সরাসরি দুর্গাপুর যায় না এই বাস দুটো। মহাখালী থেকে এই বাস গুলো সুখনগরী পর্যন্ত যায়। আর সেখান থেকে একটি ছোট নদী পার হয়ে যেতে হয়। সেই নদী পার হয়ে রিস্কা,বাস বা ভাড়ায় চালিত মোটরচাইকেল পাওয়া যায়। আপনারা আপনাদের পছন্দ মত বাহনে করে যেতে পারেন। আপনারা চাইলে ট্রেনে করে যার্নি করতে পারেন।
বিরিশিরি কোথায় থাকবেন
আপনারা চাইলে দুর্গাপুরে রাত্রীযাপন করতে পারেন। দুর্গাপুরে জেলা পরিষদ ডাক বাংলোতে বেশকিছু গেস্টহাউজ আছে চাইলে সেখানে রাত্রীযাপন করতে পারেন। তাছাড়া মধ্যম মানের কিছু আবানিক হোটেলও আছে সেখানেও থাকতে পারেন। রাত্রীযাপনের কথা চিন্তা করতেম হবে না। রাত্রী যাপনের জন্য অনেক রকমের ব্যবস্থা রয়েছে। আপনারা অনায়াসে সেখানে রাত্রী যাপন করতে পারবেন।
বিরিশিরি কী খাবেন
বিরিশিরিতে ঘুরার সময় আপনারা কিছু শুকনো খাবার সাথে রাখতে পারেন কারন আশেপাশে তেমন কোন কিছু পেতে না পারেন। তাছাড়া বিরিশিরিতে মধ্যম মানের কিছু হোটেল রয়েছে। যেখানে আপনারা ভাত, ডাল, মাংস, মাছ, ডিম, সবজি খাবার পেতে পারেন। তাছাড়া এগুলোর পাশাপাশি আপনারা বোকের মাংস পেতে পারেন এই হোটেল গুলোতে। দুর্গাপুরে বিখ্যাত বালিশ মিষ্টির স্বাধ অতুলনীয় সেটা খেতে ভুলবেন না। মিষ্টির মত অন্য সব খাবারো খেতে অসাধারন আপনারা সব ধরনের খাবার ভালো মানের পাবেন। তাই আপনাা নিশ্চিন্তে এখানে ভ্রমনের জন্য যেতে পারেন।