বেনাপোল এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ভাড়া, ছুটি, স্টপ স্টেশন ২০২৩
বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি আন্ত:নগর এক্সপ্রেস ট্রেন সার্ভিসের অন্যতম ভুমিকা পালন করে। প্রতিনয়তই হাজার হাজার মানুষ এই রুটে যাতায়াত করে থাকে। সেই যাতায়াতের অন্যতম মাধ্যম যদি হয় ট্রেন তাহলে আর কোন কথায় থাকে না। এই আন্ত:নগর ট্রেনটি সার্ভিসের দিক থেকে অনেক ভালো। এই ট্রেনটিতে করে মানুষ যাতায়াত করে এর সুযোগ সুবিধা অনেক ভালো সেজন্য।
এই ট্রেনটির মাধ্যমে আপনি খুব দ্রুত আপনার গন্তব্য স্থানে পৌঁছাতে পারেন। যারা ঢাকা থেকে বেনাপোলে যাতায়াত করতে চান তাদের জন্য অন্যান্য যানবাহনের থেকে ট্রেন অনেক ভালো। অন্যান্য যানবাহনে অনেক কষ্ট করে যাতায়াত করতে হয় কিন্তু ট্রেনে সেটা করতে হয় না। ট্রেনে অনেক আরাম করে যার্নি করা যায়।
বেনাপোল এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
আপনারা যেই যানবাহনের মাধ্যমে যান না কেন আপনাকে তার সময় সর্ম্পকে জানতে হবে। তাহলে আপনি কোন রকমের ভোগান্তিতে পড়তে হবে না। ট্রেনের সময় সর্ম্পকে সঠিক তথ্য না জানেন তাহলে আপনি সময় মত স্টেশনে যেতে পারবেন না এমনকি আপনার ট্রেন মিস হয়ে যেতে পারে। সে জন্য ট্রেনের সময় জানা দরকার। আর আপনি সঠিক সময় না জানলে ঠিক সময়ে স্টেশনে পৌঁছাতে পারবেন না।
আপনি যে কোন যানবাহনে যাতায়াত করেন না কেন সবার প্রথমে আপনাকে তার সময়সূচী সর্ম্পকে জানতে হবে। আর ট্রেন হচ্ছে এমন একটি যানবাহন যেটাতে করে আপনি সহজেই যে কোন যায়গায় ভ্রমন করতে পারবেন কোন রকমের ঝামেলা ছাড়ায়। আর বাংলাদেশের রেললাইনের কেন্দ্র স্থল হলো ঢাকা কমলাপুর রেল স্টেশন। আর সে কারনে এর সময়সূচী সর্ম্পকে জানাটা দরকার। আপনি যদি সঠিক তথ্য জানেন তাহলে আপনার কোন রকমের সমস্যা হবে না।
স্টেশনের নাম | ছুটির দিন | ছাড়ায় সময় | পৌছানোর সময় |
ঢাকা টু বেনাপোল | বুধবার | ২৩ঃ১৫ | ০৮ঃ২০ |
বেনাপোল টু ঢাকা | বুধবার | ১২ঃ৪৫ | ২০ঃ৪০ |
বেনাপোল এক্সপ্রেস ট্রেনের টিকিটের মূল্য
ট্রেনের সময়ের পাশাপাশি এর ভাড়া কত সেই সর্ম্পকে জানতে হবে। তাহলে আপনাদের যার্নিটা শুভ হবে। আপনারা যারা ঢাকা থেকে বেনাপোলে ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে চান তাহলে এর ভাড়া সর্ম্পকে জানা টা দরকার। তাহলে আপনারা খুব সহজে যার্নি করতে পারেন। বেনাপোল এক্সপ্রেস ট্রেনটির সার্ভিস ব্যবস্থা অনেক ভালো।বাংলদেশের প্রায় অধিকাংশ মানুষ ভ্রমন প্রিয় হয়ে থাকে। আবার সেই যার্নি টা যদি হয় ট্রেনে ।
তাহলে তো কোন কথায় থাকে না। ঢাকা থেকে বেনাপোল যেতে গেলে বাসের মাধ্যমে যাওয়া যায় আবার বিমানের মাধ্যমেও যেতে পারেন। বাসে যেতে গেলে অনেক ভোগান্তি যেমন এত দুরে যার্নি বাসে গেলে ক্লান্তি অনুভব হয়। কিন্তু ট্রেনের মাধ্যমে সেটা অনুভুত হয় না। তাই অনেকে এই ট্রেন যার্নিটাকে বেছে নেয়। আর ঠিক সে কারনে এর ভাড়া সর্ম্পকে ধারনা থাকাটা দরকার। আপনি ভাড়া সর্ম্পকে জানলে আপনাকে কাউন্টারে না গিয়ে ঘড়ে বসেই টিকিট সংগ্রহ করতে পারবেন। এই ট্রেনটি সপ্তাহে এক দিন বাদ দিয়ে বাকি ছয় দিন এই রুটে চলাচল করে। এই ট্রেনটি যাত্রা পথে কয়েকটি স্টেশন পরে সেই স্টেশন গুলোতে যাত্রা বিরতি নেয়।
আসন বিভাগ | টিকেটের মূল্য (১৫% ভ্যাট) |
শোভন চেয়ার | ৫৩৪ টাকা |
প্রথম সিট | ১২১৩ টাকা |
এসি সিট | ১০১৩ টাকা |
এসি বার্থ | ১৮৬৯ টাকা |
আপনাদের যাত্রা শুভ হউক এই কামনায় করি। আপনাদের প্রয়োজনীয় তথ্য বলি আলোচনা করা হলো আরো কোন কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন।