বনলতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ভাড়া, ছুটি, স্টপ স্টেশন তালিকা ২০২৩
এই বনলতা এক্সপ্রেস ট্রেনটি বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত একটি আন্ত:নগর ট্রেন। এই বনলতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে চাপাইনবাবগঞ্জ এই রুটে চলাচল কারি একটি ট্রেন। যারা এই রুটে যাতায়াত করেছেন আর এই ট্রেনে করে যাতয়াত করেছেন তাহলে তারা অবশ্যই জানবে এই ট্রেনের সার্ভিস ব্যবস্থা কেমন। এই ট্রেনটি অত্যন্ত পরিষ্কার একটি ট্রেন। এই ট্রেনেরটির মাধ্যমে আপনারা খুব দ্রুততার সাথে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন।
যে কোন যাতায়াতের একমাত্র মাধ্যম ট্রেন হলে আর কোন কথায় থাকে না। কারন ট্রেনের মাধ্যমে আপনারা যাতায়াত করলে কোন রকমের সমস্যা হবে না। এবং আপনারা খুব তারাতারি আপনাদের গন্তব্য স্থানে পৌঁছাবেন। ট্রেনের মাধ্যমে আপনারা অনায়াসে যার্নি করতে পারবেন কোন ভেজাল ছারাই।
বনলতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
আপনি যেখানেই যান না কেন আর যে মাধ্যমে করে যান না কেন আপনাকে অবশ্যই সেটার সময সর্ম্পকে জানতে হবে। সময় না জানলে আপনি সঠিক সময়ে আপনার গন্তব্য স্থানে যেতে পারবেননা। সে জন্য সময় সর্ম্পকে আপনাকে জানতেই হবে। তাহলে আপনাকে কোন রকমের ঝামেলায় পরতে হবে না। সময় না জানলে আপনাকে যাত্রা পথে নানান সমস্যায় পরতে হতে পারে । আর সে জন্য আপনাদেরকে সময় জানতে হবে । সেটা ট্রেনের হউক বা বাসের হউক না কেন।
আর এই বনলতা এক্সপ্রেস ট্রেনটির সার্ভিস ব্যবস্থা অনেক ভালো । এই ট্রেনের মাধ্যমে যে একবার যার্নি করেছে সে নিশ্চই জানে যে এই ট্রেনটি কে কেন তে ভালো বলা হয়। আপনি ট্রেনের সময় সঠিক জানলে আপনি স্টেশনে সঠিক সময়ে যেতে পারবেন এবং আপনকে কোন রকম সমস্যায় পরতে হবে না। আর সঠিক সময় না জানলে আপনার ট্রেন মিস হয়ে যেতে পারে।আর সে জন্য সঠিক সময় জানতে হবে।
স্টেশনের নাম | ছুটির দিন | ছাড়ায় সময় | পৌছানোর সময় |
ঢাকা টু চাঁপাইনবাবগঞ্জ | শুক্রবার | ১৩ঃ৩০ | ১৯ঃ৩০ |
চাঁপাইনবাবগঞ্জ টু ঢাকা | শুক্রবার | ০৬ঃ০০ | ১১ঃ৩০ |
বনলতা এক্সপ্রেস ট্রেনের টিকিটের মূল্য
ট্রেনে যার্নি করতে যেমন ট্রেনের সময় সূচী যানাটা দরকার আর ঠিক সে কারনে ট্রেনের টিকিট কত সেটা যানা দরকার। তাহলে আপনাকে কোন রকমের সমস্যার মধ্যে পরতে হবে না। আরো এক দিকে খেয়াল রাখতে হবে সেটি হলো ট্রেনের অনেক গুলো বগি রয়েছে । এসি বগিও আছে নন এসি বগিও আছে এখন আপনারা কোন বগিতে করে যাবেন সে দিকে নজর দিতেহবে।
আর আপনারা যে বগিতে করে যাত্রা করবেন সেটির মূল্য কত সে সর্ম্পকে ধারনা থাকতে হবে। তাহলে আপনাদের কোন রকমের সমস্যা হবে না। ট্রেনের টিকিট সর্ম্পকে জানলে ঘড়ে বসেই টিকিট ক্রয় করতে পারবেন। এখকার আধুকতার যুগে কোন রকম সমস্যা ছারাই আপনারা ঘড়ে বসেই টিকিট ক্রয় করতে পারবেন। আর সে জন্য দরকার আপনাদেরকে ট্রেনের টিকিটের সঠিক মূল্য টা যানা দরকার। এই বনলতা এক্সপ্রেস ট্রেনটি শ্রুক্রবার বাদ দিয়ে বাকি ছয় দিন এই স্টেশন থেকে যাতায়াত করতে থাকে। এই ট্রেনটি যাত্রা পথে কয়েকটি স্টেশন পরে সেগুলোতে যাত্রা বিরতি নেয়।
আসন বিভাগ | টিকেটের মূল্য (১৫% ভ্যাট) |
শোভন চেয়ার | ৫২৫ টাকা |
স্নিগ্ধা | ৭৮০ টাকা |
এসি সিট | ৮৭৫ টাকা |
পরিশেষে, আপনাদের যাত্রা শুভ হউক এই কামনা করি।