রবি ১০ টাকার ৪০ মিনিট এবং রবি মিনিট ও ইন্টারনেট অফার
১০ টাকার ৪০ মিনিট রবি:
আমরা সকলেই জানি বাংলাদেশের মধ্যে অনেকগুলো সিম অপারেটর রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে রবি সিম অপারেটর কোম্পানি। তাই আমরাও যদি সেই রবি সিমের একজন প্রিয় গ্রাহক হয়ে থাকি তাহলে অবশ্যই আমাদের ১০ টাকা ৪০ মিনিট ছাড়া আরও অন্যান্য প্যাকেজ সম্পর্কে জানা অত্যন্ত প্রয়োজনীয়। কেননা যেহেতু আমরা রবি সিম ব্যবহার করে থাকি তাই অবশ্যই সেই রবি সিমের কোন কোন ধরনের অফার রয়েছে সেটা জানা আবশ্যক।
আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সাথে রবি ১০ টাকা ৪০ মিনিট অফার থেকে শুরু করে আরও বিভিন্ন রকম অফারের কথা বলব, যেমন- ছয় টাকায় ১০ মিনিট ,৭৫ টাকায় ৩০০ মিনিট ,রবি মিনিট ও ইন্টারনেট অফার ২০২২, রবি ২ টাকায় ৮ মিনিট ইত্যাদি আরও বিভিন্ন অফার সম্পর্কে।
১০ টাকায় ৪০ মিনিট রবি টকটাইম:
আপনারা যদি প্রতিদিন ৪০ মিনিটের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই এই প্যাকেজটি ক্রয় করতে পারেন। কেননা এটি হচ্ছে ২৪ ঘন্টার একটি প্যাকেজ। আপনি যদি এই প্যাকেজটি ক্রয় করেন ১০ টাকা দিয়ে তাহলে এই মাত্র 24 ঘন্টা ব্যবহার করতে পারবেন।
আপনি যদি ১০ টাকা ৪০ মিনিট রবি এই অফারটি ক্রয় করতে চান তাহলে অবশ্যই আপনার ফোনের ডায়াল প্যাডে যেতে হবে। এবং ডায়াল করতে হবে*৮৬৬*০২# । আপনি যদি আপনার রবি সিম থেকে এই কোডটি ডায়াল করেন এবং আপনার রবি সিমে যদি দশ টাকা এভেলেবেল থাকে তাহলে আশা করা যায় আপনি ৪০ মিনিট অফারটা পেয়ে যাবেন। তবে অবশ্যই মনে রাখবেন এটার মেয়াদ হচ্ছে মাত্র ২৪ ঘন্টা।
৬ টাকায় দশ মিনিট রবি টকটাইম :
৬ টাকায় দশ মিনিট রবি কোড- আমাদের যদি প্রতিদিন তেমন কোন কথা বলার প্রয়োজন না পড়ে তাহলে আমরা এই অফারটি ক্রয় করতে পারি। কেননা ৬ টাকায় আপনি দশ মিনিট পেয়ে যাচ্ছেন এটা তেমন খারাপ না। আপনি যদি আপনার ব্যবহারিত রবি সিমের ৬ টাকায় ১০ মিনিট প্যাকেজ ক্রয় করতে চান তাহলে অবশ্যই আপনার ফোনের ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করতে হবে*৮৬৬৬*০৫৫# । এই কোডটি ডায়াল করার পর আপনার ফোনে যদি এভেলেবেল থাকে তাহলে আশা করা যায় আপনি দশ মিনিট ২৪ ঘন্টার জন্য পেয়ে যাবেন।
৭৫ টাকায় ৩০০ মিনিট রবি:
আপনি যদি রবি সিম থেকে ৭৫ টাকায় ৩০০ মিনিট এই অফারটি নিতে চান তাহলে অবশ্যই আপনার ফোনের ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করতে হবে*৮৬৬৬*৮৯#। এই কোডটি ডায়াল করার পর আপনার রবি সিমে যদি ৭৫ টাকা available থাকে তাহলে অবশ্যই আশা করা যায় সাত দিনের জন্য ৩০০ মিনিট পেয়ে যাবেন।
আর আপনি যদি আপনার রবি সিমের মিনিট চেক করতে চান কিংবা এই প্যাকেজটি চেক করতে চান তাহলে অবশ্যই ডায়াল করতে হবে*২২২*২#। এই কোডটি ডায়াল করার সাথে সাথে আপনার সিমে কত মিনিট আছে এবং এটার মেয়াদ কতদিন জানতে পারবেন।
রবি মিনিট ও ইন্টারনেট অফার ২০২২:
আমাদের অনেক সময় দেখা যায় রবি সিম ব্যবহার করার ক্ষেত্রে ইন্টারনেট এবং মিনিট প্রয়োজন পড়ে। কেননা বাংলাদেশের এখন প্রায় মানুষ স্মার্টফোন ইউজ করে থাকে যার জন্য ইন্টারনেটের প্রয়োজন পড়ে। তাই আপনি যদি রবি সিম ইউজ করে থাকেন এবং রবি সিমের ইন্টারনেট প্যাকেজ মিনিট প্যাকেট সম্পর্কে জানতে চান তাহলে আর্টিকেলটি পরে এখনি জেনে নিন।
রবি মিনিট প্যাক
১/ রবি সিমে ৪ টাকায় ১০ মিনিট ১২ ঘন্টার জন্য যদি আপনি পেতে চান তাহলে আপনার রবি সিমে টাকা রিচার্জ কিংবা থাকার পর ডায়াল করুন *০*১*১# এই কোডটি ডায়াল করে আপনি উপরে উল্লেখিত প্যাকেজটি ক্রয় করতে পারবেন।
২/ আপনি যদি ১৪ টাকায় ২০ মিনিট ১৬ ঘন্টার জন্য পেতে চান তাহলে অবশ্যই আপনার ফোনের ডায়াল প্যাডে গিয়ে ১৪ টাকা অ্যাভেলেবেল থাকার পর ডায়াল করতে হবে*০*২*১# এই কোডটি ডায়াল করে আপনি উপরে উল্লেখিত অফারটি ক্রয় করতে পারবেন।
৩/ আপনি যদি আপনার রবি সিমের ৪৪ মিনিট দুই দিনের জন্য ২৭ টাকায় ক্রয় করতে চান তাহলে অবশ্যই আপনার ফোনের ডায়াল প্যাডে গিয়ে*০*৩*১# এ করতে ডায়াল করার পর যদি আপনার রবি সিমের ২৭ টাকা অ্যাভেলেবল থাকে তাহলে অবশ্যই আপনি ৪৪ মিনিট দুই দিনের জন্য পেয়ে যাবেন।
৪/ আপনি যদি ৬৬ মিনিট চার দিনের জন্য ৪৩ টাকায় আপনার রবি সিমে ক্রয় করতে চান তাহলে অবশ্যই আপনার গিয়ে*০*৪*১# এই কোডটি ডায়াল করার পর যদি আপনার রবি সিমে ৪৩ টাকা অ্যাভেলেবেল থাকে তাহলে আশা করি উপরে উল্লেখিত প্যাকেজটি ক্রয় করতে পারবেন।
৫/ আপনি যদি আপনার রবি সিমে ১০০ মিনিট ৭ দিনের জন্য ৬৪ টাকায় ক্রয় করতে চান তাহলে অবশ্যই আপনার ফোনের ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করতে হবে*০*৫*১# এই কোডটি ডায়াল করে আপনি আপনার রবি সিমে উপরে উল্লেখিত প্যাকেজটি পেয়ে যাবেন।
রবি ইন্টারনেট প্যাক:
১/ আপনি যদি রবি সিমে১২.২০ টাকায় ৪৫ এমবি একদিনের জন্য ক্রয় করতে চান তাহলে রবি সিম এ ১২ টাকা ২০ পয়সা থাকার পরে ডায়াল করুন*১২১*৭৮২# প্যাকেজ ক্রয় করতে পারবেন।
২/ আপনি যদি রবি সিমে ৪ টাকায় ২০০ এমবি একদিনের জন্য পেতে চান তাহলে আপনার ফোনের ডায়াল প্যাডে গিয়ে টাইপ করুন*১২৩*২০০# এই কোর্টে ডায়াল করে আপনার রবি সিমে যদি ৮ টাকা এভেলেবেল থাকে তাহলে উপরে উল্লেখিত প্যাকেজটি ক্রয় করতে পারবেন।
২৫ টাকায় এক হাজার মিনিট রবি:
আমরা যারা রবি গ্রাহক আছি এবং মিনিট বেশি ইউজ করে থাকে তারা অবশ্যই কম টাকা বেশি মিনিট পেতে আগ্রহী হয়ে থাকে । বলা চলে প্রত্যেক গ্রাহকের ক্ষেত্রে এরকম অবস্থা এবং প্রত্যেককে চাই কম টাকায় বেশি মিনিট পাওয়া । তো আপনি যদি রবি মিনিট অফার কম টাকায় পেতে চান এবং জানতে চান তাহলে অবশ্যই গুগল কিংবা ইউটিউবে দেখতে পারেন।
যদি সার্চ করার পর কোন কিছু আসে তাহলে তো ভালো, আর যদি তবুও না পান তাহলে আপনি রবি কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে পারবেন।
আমাদের আজকের আর্টিকেলে দশ টাকার ৪০ মিনিট রবি সিমে কিভাবে কিনবেন এ বিষয়ে আলোচনা করেছে একই সাথে আরো অনেকগুলো রবি মিনিট অফার দিয়েছি সেগুলো খুবই কম টাকায় রবি সিমে মিনিট কেনার জন্য এই অফার গুলোই জনপ্রিয় রয়েছে। আশা করি আপনারা সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না।